রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভারতে একই নারীকে বিয়ে করলেন দুই ভাই

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ১৫:৪৯

ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা —দুই ভাই মিলে এক নারীকে বিয়ে করেছে, সেটাও আবার ঢাকঢোল পিটিয়ে! সুনীতা নামের নববধুটি বিয়ে করেছেন দুই ভাই প্রদীপ ও কপিল নেগিকে। শুনলে মনে হয় যেন আধুনিক ভারতের রোমান্টিকতা নয়, বরং রূপকথার কোনো ভুতুড়ে অধ্যায়! নববধু গর্ব করে বলেন, এটা তার ইচ্ছা, সম্পর্কের প্রতি সম্মান! বুঝাই যাচ্ছে, এই ‘সম্মান’ যেন এক কপালে দুই সিঁদুর!


ভারতের মতো বিশাল দেশ যেখানে প্রযুক্তি থেকে চাঁদে পা রাখার দম্ভ করে, সেখানেই আবার হাজার বছরের পুরনো ‘জোড়িদারা’ বহুগামিতা প্রথা দিব্যি টিকে আছে! সমাজ যখন শিক্ষিত হওয়ার দাবি তোলে, তখন হিমাচলের পাহাড়ে দাঁড়িয়ে দুই ভাই একসঙ্গে এক মেয়েকে বিয়ে করে বিবাহিত জীবন শুরু করে! এটা কি ঐতিহ্য নাকি ধামাকা সংস্কৃতি?
বর-কনে গর্বে বলছেন—সবকিছু খোলামেলা! সত্যি, এমন খোলামেলা সংস্কৃতি দেখলে বিশ্ববাসীর চোখ ছানাবড়া হতেই পারে। প্রশ্ন হচ্ছে, ‘এক বউ দুই জামাই’ যদি গর্বের বিষয় হয়, তাহলে ভারত কোথায় যাচ্ছে? বিজ্ঞান, উন্নয়ন, নাকি “বিবাহিত ভ্রাতৃত্ব”-এর নতুন দিগন্তে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top