থাইল্যান্ড-কম্বোডিয়া: যুদ্ধের মুখে দুই প্রতিবেশী, জাতিসংঘে জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১৫:২৮

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তে নতুন করে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ। দুই দেশের পুরোনো সীমান্ত বিরোধ আবারও রূপ নিয়েছে সরাসরি যুদ্ধের মতো পরিস্থিতিতে।
গত বৃহস্পতিবার, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পাঁচ থাই সৈন্য আহত হলে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। কামান ও গোলা নিক্ষেপ করে কম্বোডিয়া—জবাবে থাইল্যান্ড চালায় জেট ফাইটার হামলা।
ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ৩০ জনের বেশি মানুষ, যাদের অধিকাংশই বেসামরিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া।
জাতিসংঘে কম্বোডিয়ার দূত বলেন, আমরা অবিলম্বে যুদ্ধবিরতির ডাক দিচ্ছি এবং সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই। তবে থাইল্যান্ড এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এই পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বসেছে জরুরি বৈঠকে। অন্যদিকে থাইল্যান্ড তার সীমান্তবর্তী আটটি জেলায় জারি করেছে সামরিক আইন।
সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। তৈরি করা হয়েছে ৩০০টিরও বেশি উচ্ছেদ কেন্দ্র। কয়েক দশকের পুরোনো এই সীমান্ত বিরোধ ফের রূপ নিচ্ছে পূর্ণমাত্রার সংঘাতে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে—এখন প্রশ্ন, থাইল্যান্ড কি শান্তির পথে হাঁটবে, না সংঘাত আরও বাড়বে?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।