রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

গাজায় অনাহার এখন অস্ত্র, নিঃশেষ হচ্ছে মানবতা, বিবৃতিতে ব্যস্ত বিশ্ব!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১৫:৩৬

ছবি: সংগৃহীত

গাজায় অনাহার এখন মৃত্যুর কারণ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে—গাজার প্রায় এক তৃতীয়াংশ মানুষ অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে—‘অপুষ্টি বেড়েই চলেছে। নব্বই হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসা দরকার। শুক্রবার অপুষ্টির কারণে আরও ৯ জন মারা গেছেন বলে জানিয়েছে হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২২ জনে।

গাজার সব সরবরাহ প্রবেশপথ ইসরায়েলের নিয়ন্ত্রণে। তাদের দাবি, সাহায্য প্রবেশে কোনো বাধা নেই, বরং দায়ী হামাস। তবে বাস্তবতা ভিন্ন—ক্ষুধা আর ওষুধের জন্য হাহাকার চলছে চারদিকে।

ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন—বিমান থেকে সাহায্য দেওয়ার অনুমতি কয়েক দিনের মধ্যেই দেওয়া হতে পারে। কিন্তু ত্রাণ সংস্থাগুলো বারবার বলেছে—এটা যথেষ্ট নয়।

সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান বিমান সহায়তার প্রস্তুতি নিলেও ইসরায়েল এখনো অনুমতি দেয়নি। এই মানবিক বিপর্যয়ের পটভূমিতে আন্তর্জাতিক চাপ বাড়ছে।

জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ইসরায়েলের প্রতি সব বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। একটি জাতি আজ ক্ষুধায় ধুঁকছে। মানবতা কি শুধু বক্তৃতা আর বিবৃতিতেই সীমাবদ্ধ থাকবে?

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top