প্রার্থনা, পতাকা আর পোপ লিও, রোমে ঐতিহাসিক ফেইথ ফেস্ট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫, ১২:৫৭

রোম মাতিয়েছে বিশ্বাস, সংগীত আর উচ্ছ্বাস! শেষ হলো ক্যাথলিক বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় যুবসম্মেলন—যাকে অনেকে বলছেন ক্যাথলিকদের ‘উডস্টক’।
বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো তরুণ-তরুণী এসে জড়ো হয়েছিলেন ‘চিরন্তন নগরী’ রোমে। শুধু প্রার্থনাই নয়—রোমের প্রাচীন রাস্তায় গাওয়া গান, উড়তে থাকা বিভিন্ন দেশের পতাকা আর তাঁবুতে রাত কাটানোর মধ্য দিয়ে চলে এই আনন্দঘন ফেইথ-ফেস্ট।
শনিবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে এসে উপস্থিত হন এই উৎসবের মূল আকর্ষণ—পোপ লিও চতুর্দশ। নতুন আমেরিকান পোপ, যিনি দায়িত্ব নিয়েছেন মাত্র ১০০ দিনেরও কম সময় আগে।
তাঁর হাত নেড়ে শুভেচ্ছা জানানোর সেই দৃশ্য যেমন ছিল হৃদয়গ্রাহী, তেমনি বিশেষ মুহূর্ত ছিল—ভিড় থেকে ছুঁড়ে মারা একটি টেনিস বল তিনি হাতে ধরে হাসিমুখে ফিরিয়ে দেন।
অনেকেই বলছেন—এটা ছিল পোপের খেলাধুলার প্রতি ব্যক্তিগত ভালোবাসার প্রকাশ। রাত কাটে খোলা আকাশের নিচে। আর পরদিন সকালে ফের ফিরে এসে মহামিসা পরিচালনা করেন পোপ লিও, যেখানে অংশ নেন ১০ লাখেরও বেশি তরুণ।
ভ্যাটিকানের মতে, এটাই ছিল তাঁর দায়িত্বকালীন সবচেয়ে বড় জমায়েত। এই উৎসব ছিল কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং প্রমাণ—পোপ লিও তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন দৃঢ়ভাবেই।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।