শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

স্বীকৃতি নয়, হামাস ধ্বংসই যুক্তরাষ্ট্রের লক্ষ্য,  সোজাসাপ্টা বার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫, ১৬:২৮

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের — উল্টো হামাসকে ধ্বংস করাকেই অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন। দক্ষিণ লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন— আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সেখানে কার্যকর কোনো সরকারই নেই।

যুক্তরাজ্যের সম্ভাব্য স্বীকৃতি নিয়ে তিনি বলেন, এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত হলেও, প্রেসিডেন্ট ট্রাম্পের দুইটি লক্ষ্য স্পষ্ট— প্রথমত, হামাসকে এমনভাবে ধ্বংস করা যাতে তারা আর কখনো নিরীহ ইসরাইলি নাগরিকদের টার্গেট করতে না পারে। দ্বিতীয়ত, গাজার ভয়াবহ মানবিক সংকট নিরসন করা।

এর আগে, গত ২৯ জুলাই যুক্তরাজ্য জানায়— ইসরাইল যদি গাজায় ত্রাণ সরবরাহে বাধা দেয় ও সামরিক অভিযান না থামায়, তবে সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তারা। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁও একই ঘোষণা দিয়েছেন।

পটভূমিতে— ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে হামলা চালায় হামাস, নিহত হয় প্রায় ১২০০ জন, জিম্মি হয় ২৫১ জন। এরপর থেকেই গাজায় ইসরাইলি অভিযান চলছে, মাঝে স্বল্প সময় যুদ্ধবিরতি হলেও মার্চ থেকে ফের হামলা শুরু হয়। এখন প্রশ্ন— স্বীকৃতি নয়, হামাস ধ্বংস— এই মার্কিন নীতিই কি শেষ পর্যন্ত গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top