আফগানিস্তানে ৬.০ মাত্রার ভূমিকম্পে ২৫০ নিহত, ৫০০ আহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়েই চলেছে। রোববার রাতে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির তথ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। এর কেন্দ্রস্থল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা মাত্র ৮ কিলোমিটার।

কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর ও চাপা দারা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পর অন্তত দুটি শক্তিশালী আফটারশক আঘাত হেনেছে, যার একটি ছিল ৫.২ মাত্রার। এতে উদ্ধারকাজ আরও জটিল হয়ে উঠেছে। ইতোমধ্যে সড়ক ভেঙে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছাতে সমস্যায় পড়ছেন উদ্ধারকর্মীরা।

ভারপ্রাপ্ত আফগান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, প্রাণ বাঁচাতে সব ধরনের সম্পদ কাজে লাগানো হবে। স্থানীয়রা এই ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়গুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন।



বিষয়: earthquake


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top