মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫২

সংগৃহীত

ময়মনসিংহের পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে ‘বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)’ মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে। এ সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (PTI) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুলিশের ব্যারিকেড তেড়ে বিক্ষোভকারীরা হাইকমিশনের দিকে এগিয়ে যায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভিএইচপি কর্মসূচির ডাক দিলে দিল্লি পুলিশ হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করে। দ্য হিন্দু জানায়, তিন স্তরের ব্যারিকেড ও অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল।

কলকাতা ও শিলিগুড়িতে সোমবার বিক্ষোভে বাংলাদেশের উপ-হাইকমিশন এবং ভিসা সেন্টারের সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। কলকাতায় বিজেপি ও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভকারীরা পুলিশ বাধার সত্ত্বেও ধস্তাধস্তিতে জড়ান। শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার কথা বলা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top