মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

‘দাদু’র কাঁধে দেশ, আমার কাছে মমতাময়ী অভিভাবক

জাইমার স্মৃতিচারণ: দাদু ছিলেন পরিবার ও দেশের জন্য আদর্শ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩

সংগৃহীত

ছোট্ট স্মৃতি, বড় শিক্ষা। ব্যারিস্টার জাইমা রহমান তার দাদু সম্পর্কে স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন, আমি সব সময় জানতাম, দাদুর কাঁধে দেশপ্রেমের দায়িত্ব। তবুও আমার চোখে দাদু ছিলেন মমতাময়ী অভিভাবক, পরিবারের রক্ষাকবচ।

একবার স্কুলের ফুটবল টুর্নামেন্টে মেডেল পেয়েছিলেন। আম্মু তাকে দাদুর অফিসে নিয়ে যান। জাইমা বললেন, আমি আমার বিজয়ের গল্পটা নিজেই বলেছি। দাদু মন দিয়ে শুনলেন, গর্ব অনুভব করলেন, পরে অন্যদেরও বলতেন।

তিনি আরও বলেন, দাদু শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, আমাদের ‘দাদু’ ছিলেন। আমাদের জন্য সময় বের করতেন, সাহস দিতেন, উজ্জীবিত করতেন।

জাইমা মনে করেন, ছোট মুহূর্ত থেকেই নেতৃত্বের শিক্ষা মেলে— নম্রতা, আন্তরিকতা, মন দিয়ে শোনার মানসিকতা। প্রবাসে কাটানো দিনগুলো তাকে বাস্তববাদী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। শেষে তিনি লেখেন, এ হলো আমার গল্প। প্রত্যেকের জীবনেই গল্প আছে। এই গল্পগুলো ধরে, আমরা সবাই একসাথে পথ এগাতে পারি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top