মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

জাপানের কিশি স্টেশনে স্টেশনমাস্টারের দায়িত্ব পেলো বিড়াল “ইয়োনতামার”

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১২:১৯

ছবি: সংগৃহীত

জাপানের পশ্চিমাঞ্চলের কিশি স্টেশনে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। বুধবার (৭ জানুয়ারি) ওয়াকায়ামা ইলেকট্রিক রেলওয়ের প্রেসিডেন্ট মিতসুনোবু কোজিমা “ইয়োনতামার” নামের এক বিড়ালকে স্টেশনমাস্টারের দায়িত্বে নিযুক্ত করেন।

নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ভক্ত, আলোকচিত্রী ও স্থানীয় কর্মকর্তারা। প্রেসিডেন্ট মিতসুনোবু কোজিমা ইয়োনতামারের গলায় স্টেশনমাস্টারের মেডেল পরিয়ে দেন।

ইয়োনতামার কিশিগাওয়া লাইনের তৃতীয় বিড়াল স্টেশনমাস্টার। এর আগে স্টেশনটির দায়িত্বে ছিলেন নিতামা নামে আরেকটি বিড়াল, যিনি ১০ বছর দায়িত্ব পালন করার পর গত বছরের নভেম্বরে মারা যান।

নিয়োগ অনুষ্ঠানে রোকুতামা নামের আরেকটি বিড়ালকেও উপস্থিত করা হয়। তাকে শিক্ষানবিশ না বলে স্টেশনমাস্টার পদপ্রার্থী হিসেবে উপস্থাপন করা হয়, যা দেখেই উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন।

কিশি স্টেশনের এই অভিনব উদ্যোগ স্থানীয়দের মধ্যে বিস্ময় ও আনন্দের সৃষ্টি করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top