মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের ‘নো কমেন্ট’, ইউরোপে বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০৯

ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিকসাতা না হলে ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স ও জার্মানিসহ মোট আটটি ইউরোপীয় দেশের ওপর আরোপিত শুল্কের সিদ্ধান্ত থেকে তিনি একচুলও সরে আসবেন না। তিনি বলেন,

“আমি এটি করবই—শতভাগ নিশ্চিত থাকুন।”

ইউরোপীয় নেতারা যখন গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার, তখন ট্রাম্প তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন,

“ইউরোপের উচিত রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের দিকে নজর দেওয়া। সেই যুদ্ধ তাদের কোথায় নিয়ে গেছে, তা সবাই দেখছে। গ্রিনল্যান্ড নিয়ে মাথা না ঘামিয়ে ওদিকেই মনোযোগ দেওয়া উচিত।”

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে লেখা এক চিঠির প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, নোবেল শান্তি পুরস্কারের ওপর নরওয়ে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তার ভাষায়,

“নরওয়ে এই পুরস্কার পুরোপুরি নিয়ন্ত্রণ করে—তারা মুখে যা-ই বলুক না কেন।”

প্রসঙ্গত, গত বছর নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ট্রাম্প প্রকাশ্যেই ক্ষোভ জানিয়ে আসছেন। যদিও নরওয়ে সরকার বরাবরই বলে আসছে, নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীন এবং এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

এদিকে সোমবার নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো আরেক চিঠিতে ট্রাম্প লিখেছেন, যেহেতু তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি, তাই তিনি আর শান্তির বিষয়টি গুরুত্ব দেবেন না। এখন থেকে তিনি কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থের কথাই ভাববেন। আর সেই স্বার্থেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ চায় ওয়াশিংটন।

নরওয়ের সংবাদমাধ্যম ভিজি–কে দেওয়া এক বক্তব্যে চিঠিটির সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top