ট্রাম্প ৮ দেশের ওপর শুল্ক হুমকি প্রত্যাহার, গ্রিনল্যান্ড নিয়ে আলোচনার প্রস্তুতি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১১:০৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন। একইসঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ আটটি ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তিনি। ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।
দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তার ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। বৈঠকের ভিত্তিতে গ্রিনল্যান্ড সংক্রান্ত ভবিষ্যৎ চুক্তির একটি রূপরেখা তৈরি হয়েছে। ট্রাম্পের বক্তব্য, “এই সমাধান চূড়ান্ত হলে তা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দেশগুলোর জন্য চমৎকার হবে।”
তিনি ট্রুথ সোশালে লিখেছেন, “এই বোঝাপড়ার ভিত্তিতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকা শুল্ক আরোপ করা হবে না।” তবে গ্রিনল্যান্ড সম্পর্কিত ‘দ্য গোল্ডেন ডোম’ নিয়ে অতিরিক্ত আলোচনা চলমান এবং অগ্রগতির বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
ট্রাম্পের ভাষ্য, “উত্তর মেরুর আর্কটিক অঞ্চলের বরফ গলছে এবং প্রতিযোগিতা বেড়ে চলেছে। খনিজসমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বর্তমানে যুক্তরাষ্ট্র পিটুফিক ঘাঁটিতে একশরও বেশি সামরিক সদস্য স্থায়ীভাবে অবস্থান করছেন।
এর আগে ট্রাম্প ৮টি ইউরোপীয় দেশের পণ্যগুলোর ওপর ১ ফেব্রুয়ারি থেকে ১০% এবং ১ জুন থেকে ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে ন্যাটোর মহাসচিব রুটের সঙ্গে আলোচনার পর বুধবার এই হুমকি প্রত্যাহার করেছেন।
সংক্ষেপে: ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে আলোচনার জন্য আগ্রহী, কিন্তু শক্তি প্রয়োগ করে দখল করবেন না। শুল্ক হুমকি বাতিল করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।