জাপান থেকে পান্ডা ফিরিয়ে নিচ্ছে চীন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:১৫
রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারে জায়ান্ট পান্ডাকে কূটনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করে আসছে চীন। কোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে যেমন পান্ডা উপহার দেওয়া হয়, তেমনি সম্পর্কের অবনতি হলে তা ফিরিয়েও নেওয়া হয়। এই কৌশলই পরিচিত ‘পান্ডা ডিপ্লোম্যাসি’ নামে।
তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যের পর চীন ও জাপানের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার আশঙ্কাও তৈরি হয়েছিল। এমন প্রেক্ষাপটে জাপান থেকে পান্ডা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন, যা দুই দেশের কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পান্ডা ডিপ্লোম্যাসির অংশ হিসেবে ১৯৭২ সালে প্রথমবারের মতো জাপানকে জায়ান্ট পান্ডা উপহার দেয় চীন। ওই বছরই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্কের অবনতি ঘটায় এবার সেই পান্ডা ফেরত নেওয়া হচ্ছে।
রোববার জাপানের উয়েনো চিড়িয়াখানায় হাজার হাজার মানুষ জড়ো হন দেশটির শেষ দুটি জায়ান্ট পান্ডাকে বিদায় জানাতে। আগামী মঙ্গলবার যমজ পান্ডা শিয়াও শিয়াও ও লেই লেইকে চীনে ফেরত পাঠানো হবে।
প্রিয় প্রাণী দুটিকে শেষবার দেখার জন্য দর্শনার্থীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এই যমজ পান্ডা চলে যাওয়ার মধ্য দিয়ে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো জাপান সম্পূর্ণভাবে পান্ডাশূন্য হতে যাচ্ছে।
চীন ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই পান্ডা ডিপ্লোম্যাসি চালু রেখেছে। তবে বিদেশে ঋণ দেওয়া সব পান্ডা এবং বিদেশের মাটিতে জন্ম নেওয়া তাদের ছানার মালিকানা চীন নিজের কাছেই রাখে। প্রতিটি জোড়া পান্ডার জন্য স্বাগতিক দেশকে বছরে প্রায় ১০ লাখ ডলার ফি দিতে হয়।
টোকিও কর্তৃপক্ষ জানিয়েছে, উয়েনো চিড়িয়াখানায় শিয়াও শিয়াও ও লেই লেইকে শেষবার দেখার জন্য নির্ধারিত ৪ হাজার ৪০০টি স্থানের বিপরীতে প্রায় ১ লাখ ৮ হাজার মানুষ আবেদন করেছিলেন। ২০২১ সালে উয়েনো চিড়িয়াখানায় জন্ম নেয় এই যমজ পান্ডা। তাদের মা শিন শিন ও বাবা রি রিকে প্রজনন গবেষণার উদ্দেশ্যে চীন জাপানকে ঋণ দিয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের পান্ডা ঋণ দেওয়ার বিষয়টি বড় বাণিজ্য চুক্তির সঙ্গেও যুক্ত হয়ে এসেছে। গত কয়েক বছরে বহু পান্ডা বিভিন্ন দেশ থেকে চীনে ফেরত পাঠানো হয়েছে। সাধারণত পান্ডা ঋণ চুক্তির মেয়াদ ১০ বছর হলেও অনেক ক্ষেত্রে তা বাড়ানো হয়। তবে বর্তমান রাজনৈতিক উত্তেজনার কারণে জাপানে নতুন করে পান্ডা ঋণ দেওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।