রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

গাজায় আগ্রাসন বন্ধ করার ক্ষমতা শুধুই ট্রাম্পের:তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৫:৩২

সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ করতে একমাত্র ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। ফিদানের মতে, প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনও চূড়ান্ত ও কার্যকর হতে পারে।

ফিদান সাংবাদিক হ্যাডলি গ্যাম্বলের সঙ্গে ‘অন দ্য রেকর্ড’ সাক্ষাৎকারে বলেন, “ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে। ইসরাইল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।” তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে পারেন।”

গাজায় তুরস্ক সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে ফিদান জানান, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে তুরস্ক তার সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে প্রস্তুত। তবে যেকোনো সেনা মোতায়েন আন্তর্জাতিক ঐকমত্যের ওপর নির্ভরশীল হবে।

ইরান প্রসঙ্গে ফিদান যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে। ফিদান বলেন, “ইরানে স্থিতিশীলতা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। কূটনৈতিক সংলাপই একমাত্র কার্যকর পথ।”

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top