সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি অবৈধ প্রবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:২৮
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৮ হাজার ২০০’র বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার (২৫ জানুয়ারি) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে সমন্বিত নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৪৪২ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৯৩১ জন, এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় ২ হাজার ৮২৭ জন রয়েছে।
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা করার অভিযোগে আরও ১ হাজার ৭৬২ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। একই সময়ে ৪৬ প্রবাসীকে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার অভিযোগে আটক করা হয়। এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয় বা পরিবহনের দায়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, বর্তমানে দেশে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২৩ হাজার ৪৪৩ পুরুষ ও ২ হাজার ৩৪ নারী। গ্রেপ্তারদের মধ্যে ১৮ হাজার ৬৮৫ জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, এবং আরও ১৪ হাজার ৪৫১ প্রবাসীকে ইতিমধ্যেই নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
সৌদি আইন অনুযায়ী, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে এ বিষয়ে সতর্কবার্তা জারি করছে।
উল্লেখ্য, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছে, যার মধ্যে বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।