বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

হরমুজ প্রণালির আকাশসীমা আংশিক বন্ধ করে ইরানের লাইভ ড্রিল, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৭:০১

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রতিক্রিয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশসীমা আংশিক বন্ধ করে তিন দিনের সরাসরি গোলাবর্ষণ বা ‘লাইভ ড্রিল’ সামরিক মহড়া শুরু করেছে ইরান। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই মহড়া বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

ইরানি কর্তৃপক্ষ জারি করা বিশেষ বিমান সতর্কবার্তা (নোটাম)-এ জানিয়েছে, মহড়া চলাকালীন নির্ধারিত এলাকায় ৫ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বেসামরিক ও সামরিক উড্ডয়ন নিষিদ্ধ থাকবে। বৈশ্বিক জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হওয়ায় হরমুজ প্রণালিতে এ ধরনের সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ একাধিক গাইডেড-মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে নৌবহর অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়ে একদিকে যেমন ‘সুষ্ঠু সমাধানের’ আশা প্রকাশ করেছেন, অন্যদিকে শক্ত অবস্থানের বার্তাও দিয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি হামলা চালায়, তবে এমন শক্তিশালী জবাব দেওয়া হবে যা তারা আগে কখনও দেখেনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ইসরায়েল নিজস্ব নিরাপত্তার স্বার্থে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, প্রতিবেশী কোনো দেশ থেকে ইরানের ওপর হামলা চালানো হলে সেটিকে সরাসরি শত্রুতা হিসেবে গণ্য করা হবে। ছোট বা বড় যেকোনো হামলাকেই ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ মাত্রার প্রতিক্রিয়া জানানো হবে বলে ঘোষণা দিয়েছে তেহরান।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানকে আশ্বস্ত করেছে যে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

সব মিলিয়ে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্য বর্তমানে এক চরম সামরিক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: সামা টিভি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top