তাইপেই ১০১-এ দড়িবিহীন আরোহণে ইতিহাস গড়লেন অ্যালেক্স হনল্ড
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১০:০০
বিশ্বখ্যাত আমেরিকান পর্বতারোহী অ্যালেক্স হনল্ড শনিবার তাইওয়ানের আইকনিক আকাশচুম্বী ভবন তাইপেই ১০১-এ দড়িবিহীন (ফ্রি সলো) আরোহণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। ৫০৮ মিটার উচ্চতার এই ভবনে তাঁর বিপজ্জনক আরোহণ দেখতে ভবনের চারপাশে জড়ো হন কয়েক ডজন দর্শক।
ঘটনার ফুটেজে দেখা যায়, কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই হনল্ড টাওয়ারের দিকে এগিয়ে যান এবং তাইপেই ১০১-এর স্বতন্ত্র বাঁশ-অনুপ্রাণিত বহিরাংশ বেয়ে উপরে উঠতে শুরু করেন। এ সময় নিরাপত্তার স্বার্থে আশপাশের রাস্তা বন্ধ রাখা হয়। ভবনের নিচে ও ভেতরে অবস্থান করা দর্শনার্থীরা মোবাইল ফোনে মুহূর্তগুলো ধারণ করেন।
এই আরোহণ তাইওয়ানজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করে। অনেক ভক্তই অ্যালেক্স হনল্ডের ক্যারিয়ার অনুসরণ করে আসছেন তাঁর বিখ্যাত তথ্যচিত্রগুলোর মাধ্যমে।
একজন দর্শক বলেন, “আমি আগেও তাঁর আগের আরোহণের তথ্যচিত্র দেখেছি। হঠাৎ খবর পাই তিনি তাইপেই ১০১-এ আরোহণ করবেন, তাই সরাসরি দেখতে চলে এসেছি।”
অন্য একজন ভক্ত জানান, “আমি সবসময়ই অ্যালেক্সের ভক্ত। জানতাম তিনি তাইওয়ানে আসবেন এবং এই আরোহণের জন্য তিনি প্রায় ১৩ বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন।”
এটি তাইওয়ানিজ ভক্তদের জন্য কিংবদন্তি এই পর্বতারোহীকে কাছ থেকে দেখার এক বিরল সুযোগ হয়ে ওঠে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “দুই-তিন বছর আগে আমি তাঁর ‘ফ্রি সোলো’ তথ্যচিত্রটি দেখেছি। তাইওয়ানে তাঁকে সরাসরি দেখার সুযোগ পেয়ে এখানে না এসে পারিনি।”
আরও বলেন, “আমি খুব উত্তেজিত। আমি বিশ্বাস করি তিনি এটি সফলভাবেই সম্পন্ন করবেন এবং এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে তাইওয়ানের উপস্থিতি আরও স্পষ্ট হবে।”
প্রায় ১ ঘণ্টা ৩১ মিনিট ৩৪ সেকেন্ড সময় নিয়ে আরোহণ সম্পন্ন করেন ৪০ বছর বয়সী অ্যালেক্স হনল্ড। এরপর তিনি লিফটে করে নিচে নেমে আয়োজক ও ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, বিশ্বজুড়ে উচ্চঝুঁকিপূর্ণ ও আলোচিত আরোহণের জন্য পরিচিত হনল্ড রবিবার ১০১ তলা বিশিষ্ট এই টাওয়ারে তাঁর প্রথম দড়িবিহীন আরোহণ সম্পন্ন করেন। এটি এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ শহুরে ফ্রি সলো আরোহণ, যা বিশ্বব্যাপী সম্প্রচারিত হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।