শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

দুর্গাপূজা সামনে, বাসা থেকে সরিয়ে ফেলুন এই ৪ জিনিস

Mithu Murad | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০

ছবি: সংগৃহীত

পদুর্গাপূজা আসতে আর মাত্র কয়েকদিন বাকি। প্রতি বছরের মতো এবারও ঘরবাড়ি পরিষ্কার করে, মন থেকে ভালোবাসা দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে পূজা শুরুর আগে বাসা থেকে কিছু জিনিস সরিয়ে ফেলা খুবই জরুরি বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। না হলে মা দুর্গা অখুশি হতে পারেন।

দেবীপক্ষ কবে থেকে শুরু?

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথম দিন থেকেই দেবীপক্ষ শুরু হয়। চলতি বছর (২০২৫) দেবীপক্ষ শুরু হবে ২২ সেপ্টেম্বর, সোমবার থেকে। আর মূল দুর্গাপূজা শুরু হবে মহাষষ্ঠীর দিন, অর্থাৎ ২৯ সেপ্টেম্বর থেকে।

বিশ্বাস করা হয়, এই সময় দেবী দুর্গা পৃথিবীতে আগমন করেন। তাই ভক্তির পাশাপাশি কিছু নিয়ম মেনে চললে ঘরে অশুভ শক্তি দূর হয় এবং শুভ শক্তির প্রবাহ বাড়ে।

দুর্গাপূজার আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন ৪টি জিনিস,

১. ভাঙা মূর্তি

কোনো দেবদেবীর ভাঙা মূর্তি ঘরে রাখা অশুভ। এতে অশান্তি, দুশ্চিন্তা ও দুর্ভাগ্য ডেকে আনে। তাই ভাঙা মূর্তি নদী বা পুকুরে ভাসিয়ে দেওয়া উচিত, তবে যত্রতত্র ফেলা নয়।

২. বন্ধ ঘড়ি

দীর্ঘদিন ধরে বন্ধ ঘড়ি ঘরে রাখা মানে থেমে যাওয়া সময়— যা জীবনে অগ্রগতির পথে বাধা। দুর্গাপূজার আগে এসব ঘড়ি ঠিক করানো বা সরিয়ে ফেলা উচিত।

৩. পেঁয়াজ ও রসুন

নবরাত্রির সময় অনেকেই নিরামিষ ভোজন করেন। বাস্তু মতে, এ সময় পেঁয়াজ, রসুন ও আমিষ খাবার এড়িয়ে চললে ঘরে পবিত্রতা বজায় থাকে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।

৪. পুরনো-ছেঁড়া জুতো-স্যান্ডেল

অব্যবহৃত বা ছেঁড়া জুতো-স্যান্ডেল ঘরে জমিয়ে রাখলে নেতিবাচক শক্তি তৈরি হয়, যা দুর্ভাগ্য ডেকে আনে। ব্যবহারযোগ্য হলে এগুলো দান করা ভালো।

উৎসব মানে শুধু আনন্দ নয়,

দুর্গাপূজা কেবল উৎসবই নয়, এটি মন ও ঘর পরিশুদ্ধ করারও সময়। তাই পূজার আগে ওপরের জিনিসগুলো সরিয়ে ফেললে ঘরে আসবে শান্তি, সৌভাগ্য ও ইতিবাচক শক্তি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top