রেকর্ডসংখ্যক মুসল্লির ওমরাহ পালন: এক মাসে ১ কোটি ১৭ লাখের বেশি যাত্রী মক্কায়
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৬:২২
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গত এক মাসে রেকর্ডসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করেছেন। হিজরি বর্ষের রবিউস সানি মাসে মসজিদুল হারামে ওমরাহ সম্পন্ন করেছেন ১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ কর্তৃপক্ষের যৌথ পরিসংখ্যান অনুযায়ী, এটি সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ সংখ্যা।
সোমবার (২৭ অক্টোবর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর মধ্যে দেড় মিলিয়নের (১৫ লাখের) বেশি মুসল্লি বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ও ইবাদত সম্পন্ন করেছেন।
বিশেষজ্ঞদের মতে, সৌদি সরকারের আধুনিক অবকাঠামো, উন্নত সেবা এবং ডিজিটাল সুবিধার বিস্তার এই সাফল্যের মূল কারণ। সাম্প্রতিক বছরগুলোতে হজ ও ওমরাহ ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে ব্যাপক বিনিয়োগ করেছে সৌদি সরকার। ডিজিটাল ভিসা, অনলাইন নিবন্ধন, স্মার্ট পরিবহন ব্যবস্থা ও নতুন অবকাঠামো উন্নয়নের ফলে ওমরাহ যাত্রা এখন আগের চেয়ে অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।
সরকারের ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ওমরাহ ও হজ সেবা সম্প্রসারণ করা হচ্ছে। এর লক্ষ্য বিশ্বজুড়ে মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানো আরও সহজ করা এবং তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা।
মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল টুল ও সমন্বিত লজিস্টিক সেবার কারণে বর্তমানে ওমরাহ যাত্রা অনেক সহজ ও আরামদায়ক। বিদেশি মুসল্লিরা অনলাইনে আবেদন, বুকিং ও যাত্রাসংক্রান্ত কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারছেন, ফলে শান্তিপূর্ণ ও সংগঠিত পরিবেশে ইবাদত সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।