'আকিকা কার দায়িত্ব, কখন করা উত্তম'
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১২:২৯
সন্তান জন্মের পর শুকরিয়া স্বরূপ আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পশু কোরবানি করাকে আকিকা বলা হয়। এটি মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-এর সুন্নত। হাদিসে এসেছে, “প্রতিটি শিশু তার আকিকার সঙ্গে দায়বদ্ধ অবস্থায় থাকে।”
আকিকার দায়িত্ব:
ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসার-এর ব্যাখ্যায় বলা হয়েছে, সন্তানের আকিকার মূল দায়িত্ব বাবার। তবে বাবার সামর্থ্য না থাকলে মা করতে পারেন। আবার বাবা-মা সম্মত থাকলে দাদা, নানা বা অন্য কেউ আকিকা করলে সেটিও সহিহ হবে।
কখন করা উত্তম:
হাদিস অনুযায়ী, সপ্তম দিনে আকিকা করা সর্বোত্তম। তা সম্ভব না হলে চৌদ্দতম বা একুশতম দিনে করা যেতে পারে। আয়েশা (রা.) বলেন, “সপ্তম দিনে আকিকা করা উচিত, না পারলে চৌদ্দতম বা একুশতম দিনে।” (মুসতাদরাকে হাকেম : ৭৬৬৯)
বড় হয়ে নিজে আকিকা করা:
যাদের ছোটবেলায় আকিকা হয়নি, তারা বড় হয়ে নিজের আকিকা নিজের পক্ষ থেকে করতে পারেন। তাবেয়ি মুহাম্মাদ ইবনে সিরিন (রহ.) বলেছেন, “আমি যদি জানতাম আমার আকিকা হয়নি, আমি নিজেই করতাম।” (মুসান্নাফে ইবনে আবি শাইবা : ২৪৭১)
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।