দেবী জগদ্ধাত্রী পূজায় ভক্তদের ভক্তিময় পরিবেশ, দেশজুড়ে উৎসবের আমেজ
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:৪৪
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব দেবী জগদ্ধাত্রী পূজা পালিত হচ্ছে দেশের নানা স্থানে। বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে এই পূজার আনুষ্ঠানিকতা।
ভক্ত-অনুরাগীরা জানান, কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয়। প্রথম দিনে মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও উপাসনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পূণ্যার্থীরা। সকাল থেকে মন্দিরগুলোতে চলছে পূজা, অরতি ও প্রসাদ বিতরণ, আর সন্ধ্যায় প্রজ্বলিত হচ্ছে আলোর উৎসব।
পূজা উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও সার্বজনীন পূজা মণ্ডপে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। চট্টগ্রামের পটিয়া, পটুয়াখালীর বাউফল, খুলনা, ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় বিশেষ থিমে সাজানো হয়েছে দেবী জগদ্ধাত্রীর প্রতিমা। কোথাও দেবীকে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী রূপে, আবার কোথাও আধুনিক ছোঁয়ায় নির্মিত মনোমুগ্ধকর সাজসজ্জায়।
এছাড়া পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণজুড়ে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা, যেখানে রয়েছে হস্তশিল্প, মিষ্টান্ন ও স্থানীয় খাবারের পসরা।
পূজার আনুষ্ঠানিকতা চলবে শনিবার পর্যন্ত। শনিবার রাতে ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দেবী জগদ্ধাত্রী পূজা।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।