রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

১৮৩তম রাস উৎসব ৫ নভেম্বর: ভক্তদের প্রস্তুতি চূড়ান্ত

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৬:৩৬

সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের রাসলীলা উৎসব আগামী ৫ নভেম্বর, বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর এটি হবে রাস উৎসবের ১৮৩তম আয়োজন।

মহারাজ ভাগ্যচন্দ্র কর্তৃক প্রবর্তিত এই রাসলীলা আজও সনাতন ধর্মাবলম্বীদের কাছে আধ্যাত্মিক আনন্দ ও ভক্তির প্রতীক হিসেবে পালন হয়ে আসছে। বাংলাদেশে প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই মহারাসলীলা অনুষ্ঠিত হয়।

ইতোমধ্যে উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পূর্ণিমা তিথি অনুযায়ী মঙ্গলবার রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মাধ্যমে শুরু হবে রাসলীলার আনুষ্ঠানিকতা। পরদিন বুধবার ভোরে স্নান সেরে ভক্তরা ১৭ জোড়া শ্রীকৃষ্ণ প্রতিমা দর্শন করবেন।

ভক্তদের বিশ্বাস, এই পবিত্র স্থানে রাধা-কৃষ্ণের মিলনের মাধ্যমে মনের বাসনা পূর্ণ হয়, সব পাপ মোচন হয় এবং জীবনের বিশৃঙ্খলা দূর হয়। রাধা-কৃষ্ণের প্রেম ও ভক্তির এই ঐতিহ্যবাহী উৎসব সনাতন ধর্মীয় সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে যুগের পর যুগ ধরে উদযাপিত হয়ে আসছে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top