বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বাংলাদেশে প্রবেশে অনুমতি পাচ্ছেন না ড. জাকির নায়েক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ০৯:০৩

ছবি: সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, একটি বেসরকারি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় দুই দিনের এক কর্মসূচিতে ড. জাকির নায়েককে আমন্ত্রণ জানাতে চেয়েছিল। এছাড়াও ঢাকার বাইরেও তার বেশ কয়েকটি অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। তবে বৈঠকে জানানো হয়, তার আগমন ঘিরে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে, যা নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে।

কিন্তু নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্ব পালনে বর্তমানে পর্যাপ্ত নিরাপত্তা সদস্য ব্যস্ত থাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয় বলে বৈঠকে মত দেওয়া হয়। ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় নির্বাচনের আগে নয়, বরং পরবর্তী সময়ে পরিস্থিতি অনুকূলে এলে ড. জাকির নায়েকের সফর পুনর্বিবেচনা করা যেতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ড. জাকির নায়েকের বিরুদ্ধে ভারত সরকার সন্ত্রাসে উসকানি ও ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনে। এরপর তিনি দেশত্যাগ করে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার পুত্রজায়ায় স্থায়ী আবাসিক হিসেবে রয়েছেন।

মঙ্গলবারের বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top