• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


এতদিনের সম্পর্ক তো এক কথায় নষ্ট হয়ে যায় না

সালাউদ্দিনের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন পাপন

রায়হান রাজীব | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:১৯

ছবি: সংগৃহীত

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন হৃদযন্ত্রের সার্জারি করে বাসায় বিশ্রামে রয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বাফুফে সভাপতির বাসায় গিয়েছিলেন সৌজন্য সাক্ষাতে। প্রায় বিশ মিনিটের বৈঠকে ব্যক্তিগত পর্যায়ের আলোচনার পাশাপাশি কথা হয় ফুটবলের চলমান সংকটের।

শারীরিক অসুস্থতা ও বিধি নিষেধের জন্য কাজী সালাউদ্দিন গণমাধ্যমের সামনে আসেননি। বৈঠক শেষে বের হওয়ার পথে নাজমুল হাসান পাপন বৈঠক নিয়ে মন্তব্য করেছেন।

গত বছর নারী ফুটবলারদের অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমার সফর বাতিল নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মধ্যে বাহাস হয়েছিল। ক্রীড়াঙ্গনের দুই শীর্ষ ব্যক্তির কথার লড়াইয়ের পর একটা ‌'স্নায়ুযুদ্ধ' বিরাজ করছিল।

আজকের  বৈঠকের পর পাপন বলেছেন,‌ এত দিনের সম্পর্ক এক দিনে নষ্ট হয় না। ছোটবেলা থেকে মাঠে যেতামই তো ওনার খেলা দেখতে। এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। ওনার মতো কিংবদন্তি ফুটবলার তো আর নেই।'

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই মাঠে যেতাম খেলা দেখতে ওনার জন্য, সে জিনিসটা তো আছেই। হ্যাঁ অনেক সময় অনেক কথায় উনিও কষ্ট পেতে পারে আমিও পেতে পারি। একটা রিঅ্যাকশন করলাম দিলাম সেটা ওখানেই শেষ। সম্পর্ক তো শেষ হবে না।'

২০০৮ সাল থেকে বাফুফের দায়িত্বে আছেন সালাউদ্দিন। ২০১২ সাল থেকে দেশের ক্রিকেটে চলছে পাপন-রাজ। দুই প্রবীণ ক্রীড়া সংগঠকের মধ্যে গত বছর কথার লড়াই জমে ওঠে। তবে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তাদের বৈরিতার সমাপ্তি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top