অবসর জীবনের ‘স্বপ্নের প্রাসাদ’ বিক্রি করছেন রোনালদো
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৭:১৫
পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো অবসর জীবন কাটানোর উদ্দেশ্যে নির্মিত তার বিলাসবহুল ‘স্বপ্নের প্রাসাদ’ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রাসাদটি পর্তুগালের কাসকাইসের কুইন্তা দা মারিনিয়া এলাকায় অবস্থিত।
সম্প্রতি প্রাসাদটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর এই ভিলায় রয়েছে আটটি শয়নকক্ষ, ইনফিনিটি সুইমিং পুল, আন্ডারগ্রাউন্ড কার পার্কিং, জিম, ম্যাসাজ রুম, ব্যক্তিগত সৈকত এবং রোনালদোর পাঁচ সন্তানের জন্য আলাদা খেলার মাঠ।
প্রাসাদটির অভ্যন্তরীণ সাজসজ্জাও নজরকাড়া। সোনার ট্যাপ, ইতালিয়ান মার্বেল এবং বিশেষভাবে নকশা করা লুই ভিটনের মুরাল দিয়ে বাড়িটির সৌন্দর্য আরও বাড়ানো হয়েছে। জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বরে রোনালদো এই সম্পত্তিটি ৩ কোটি পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯৫ কোটি টাকা) কিনেছিলেন।
দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আয়োজনের জন্য ভিলাটি ব্যবহার করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এই প্রাসাদে স্থায়ীভাবে বসবাস করার কোনো পরিকল্পনা রোনালদোর নেই। মূলত ‘পর্তুগিজ রিভিয়েরা’ খ্যাত এই অঞ্চলে প্রত্যাশিত ব্যক্তিগত গোপনীয়তা না পাওয়া এবং পাশের জমি কিনতে ব্যর্থ হওয়ায় তিনি বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে বিয়ের অনুষ্ঠান এই প্রাসাদেই অনুষ্ঠিত হতে পারে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, রোনালদোর বিশ্বজুড়ে রয়েছে একাধিক বিলাসবহুল সম্পত্তি। এর মধ্যে লিসবনে প্রায় ৬ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি পেন্টহাউস, জন্মভূমি মাদেইরায় একটি বাড়ি, স্পেনের মাদ্রিদে একটি প্রাসাদ এবং ইতালির তুরিনে একটি অভিজাত বাড়ি উল্লেখযোগ্য।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।