'পদত্যাগ' নাকি 'বরখাস্ত' হয়েছেন জাবি আলোনসো
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৮:০২
স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পর থেকেই রিয়াল মাদ্রিদে অস্থিরতার আভাস মিলছিল। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় কিলিয়ান এমবাপ্পের আচরণ এবং কোচ জাবি আলোনসোর অনুনয় উপেক্ষা করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শিরোপা উদ্যাপনের সময় বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ না দেওয়ার ঘটনাও নতুন করে প্রশ্ন তোলে রিয়ালের ক্রীড়াসুলভ আচরণ নিয়ে।
এই ঘটনার কয়েক দিনের মধ্যেই রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়লেন জাবি আলোনসো। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ তার সঙ্গে চুক্তি শেষ করা হয়েছে। তবে বাস্তবতা বলছে, এটি ছিল সময়ের অপেক্ষায় থাকা এক প্রকার বরখাস্তই।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেলে অনুষ্ঠিত রিয়াল মাদ্রিদের বোর্ড সভার মূল আলোচ্যসূচিই ছিল আলোনসোর বিদায়। বোর্ডের ব্যাখ্যা ছিল অস্পষ্ট—লেভারকুজেনে যে আধুনিক, গতিময় ফুটবলে তিনি সফল হয়েছিলেন, সেটি নাকি রিয়ালে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন আলোনসো। দলের শারীরিক প্রস্তুতি ও খেলোয়াড়দের উন্নতিও সন্তোষজনক ছিল না বলে দাবি করা হয়।
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলের হার এবং লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলের পরাজয়কেও তার ব্যর্থতার উদাহরণ হিসেবে সামনে আনা হয়।
তবে পরিসংখ্যান ভিন্ন চিত্র দেখায়। আলোনসোর অধীনে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ, কোপা দেল রের পরের রাউন্ড নিশ্চিত হয়েছে। লা লিগায় মৌসুমের অর্ধেক শেষে তারা বার্সেলোনার চেয়ে মাত্র চার পয়েন্ট পিছিয়ে ছিল, যেখানে অক্টোবরের এল ক্লাসিকোতে বার্সাকেই হারিয়েছিল মাদ্রিদ।
বিশ্লেষকদের মতে, শুরু থেকেই ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আলোনসোর ওপর পুরোপুরি আস্থা রাখেননি। তিনি ছিলেন বোর্ডের ‘প্রস্তাবিত নাম’, পছন্দের নন। ফলে রিয়ালে তার কর্তৃত্ব কখনোই প্রতিষ্ঠিত হয়নি।
খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কও ছিল টানাপোড়েনের। ভিনিসিয়ুস জুনিয়রের ফর্মহীনতা, এল ক্লাসিকোতে বদলি নিয়ে প্রকাশ্য অসন্তোষ এবং কোচের কাছে ক্ষমা না চাওয়ার ঘটনা আলোনসোর অবস্থান দুর্বল করে দেয়। এমবাপ্পেও ব্যক্তিগত রেকর্ডের পেছনে বেশি মনোযোগী ছিলেন বলে অভিযোগ ওঠে।
চোট সমস্যায় জর্জরিত রক্ষণভাগ এবং মিডফিল্ড শক্তিশালী করার অনুরোধ উপেক্ষিত হওয়াও আলোনসোর কাজ কঠিন করে তোলে। মার্তিন সুবিমেন্দির মতো খেলোয়াড় চাইলেও ক্লাব সে পথে হাঁটেনি।
শেষ পর্যন্ত খেলোয়াড়দের বিশ্বাস অর্জন করতে না পারায় আধুনিক প্রেসিং ও পজিশনাল ফুটবলের দর্শন বাস্তবায়ন করা সম্ভব হয়নি আলোনসোর পক্ষে।
রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কাস্তিয়ার কোচ আলভারো আরবেলোয়া। ক্লাবের ‘নিজস্ব মানুষ’ হলেও বিশ্লেষকদের মতে, যে সংস্কৃতি বদলাতে জাবি আলোনসোর মতো কিংবদন্তিও ব্যর্থ হয়েছেন, সেখানে আরবেলোয়ার সামনে চ্যালেঞ্জ হবে আরও কঠিন।
আলোনসোর জন্য এটি অনাকাঙ্ক্ষিত বিদায় হলেও ইউরোপের শীর্ষ ক্লাবগুলো যে আগামী মৌসুমে তাকে পেতে আগ্রহী হবে, তা প্রায় নিশ্চিত। আর এই ঘটনা আবারও প্রমাণ করল—রিয়াল মাদ্রিদ এমন এক ক্লাব, যারা খুব কম ক্ষেত্রেই পুরোপুরি কোচের অধীনে নিজেদের সঁপে দেয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।