মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সাকিবের পানি পানের সমালোচনায় যা বললেন মুশফিক

শাকিল খান | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ১২:৪৩

ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র মাস রমজান শুরু হয়েছে। তবে রোজার মধ্যেই বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ চলছে। যদিও বাংলাদেশের অনেক ক্রিকেটার তীব্র গরমে রোজা রেখে ম্যাচ খেলছেন। কিন্তু চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে রোজা না রেখে পানি পান করায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

বুধবার শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। এ ম্যাচে তীব্র গরমে রোজা রেখে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজসহ আরও বেশ কয়েকজন। যেখানে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ ক্র্যাম্পের শিকার হয়েছেন। এছাড়া বোলিংয়ে তানজিম হাসান সাকিবেরও একই পরিণতি হয়েছিল। ফলে এই তরুণকে বেশ কয়েকবার মাঠে পানি খেতে দেখা গেছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘সাকিবের অবস্থাটা কিন্তু ভিন্ন। কারণ, আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল; ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top