মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

রিয়াল মাদ্রিদে কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব প্রকাশ্যে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৮:২১

সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে হারের পর রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের অস্থিরতা প্রকাশ্যে চলে এসেছে। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় কিলিয়ান এমবাপ্পেকে সতীর্থদের সঙ্গে টানেলে যাওয়ার ইশারা করতে দেখা যায়, যখন শিরোপা অনুষ্ঠানে থাকতে অনুরোধ করছিলেন কোচ জাবি আলোনসো। এমবাপ্পের অনড় অবস্থানের পর মুখ ফিরিয়ে নেন আলোনসো, আর বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। অনেকের মতে, এটি ছিল ক্রীড়াসুলভ আচরণের ঘাটতির উদাহরণ, আবার অনেকে দেখেছেন ভিন্ন বার্তা—রিয়াল মাদ্রিদে সিদ্ধান্ত নিচ্ছেন খেলোয়াড়রাই, কোচ নন।

এর কয়েক দিনের মধ্যেই কোচের পদ ছাড়েন জাবি আলোনসো। ক্লাব জানায়, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ চুক্তি শেষ হয়েছে। তবে ক্লাবঘনিষ্ঠ সূত্র বলছে, খেলোয়াড়দের সঙ্গে দূরত্ব এবং ড্রেসিংরুমে কর্তৃত্ব হারানোই আলোনসোর বিদায় ত্বরান্বিত করেছে।

ভিনিসিয়ুস জুনিয়রের ফর্মহীনতা, বদলি নিয়ে অসন্তোষ, এমবাপ্পের ব্যক্তিগত রেকর্ডে মনোযোগ—সব মিলিয়ে আলোনসোর পরিকল্পিত ফুটবল দর্শনে আস্থা রাখতে পারেননি তারকারা। ফলে মাঠের বাইরের এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ পরিবর্তনের দিকেই নিয়ে যায়।

এই ঘটনা আবারও দেখাল, তারকাবহুল রিয়াল মাদ্রিদে কোচের জন্য ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ রাখা কতটা কঠিন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top