• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বেন স্টোকস!

রাশেদ রাসেল | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৪, ১০:৫০

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার বেন স্টোকস। অসংখ্য হারতে যাওয়া ম্যাচের জয়ের নায়ক এই ক্রিকেটার। সারা বিশ্বে তার অগণিত ভক্ত রয়েছে। এই তারকা তার ভক্তদের জন্য এবার দিলেন এক দুঃসংবাদ।

আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে খেলবেন না তিনি। এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্টোকস নাকি পুরো গ্রীষ্ম মৌসুমের জন্যই ছুটি চেয়েছেন। এর মাঝেই আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেখানে নিজের নাম না রাখতে ইসিবিকে অনুরোধ করেছেন এই ইংলিশ অলরাউন্ডার।

ইসিবির বিবৃতিতে দেওয়া মন্তব্যে স্টোকস জানিয়েছেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি এবং বোলিং ফিটনেস ঠিক করার দিকেই পুরো মনোযোগ দিচ্ছি, যাতে সব ফরম্যাটের ক্রিকেটেই পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে ফিরতে পারি। আইপিএল (২০২৪) এবং বিশ্বকাপে নিজের এই আত্মত্যাগের পর আশা করি ভবিষ্যতে পূর্ণ অলরাউন্ডার হয়ে ফিরব।’

বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের হাঁটুর চোট এখনো পুরোপুরি সারে নি, আর এজন্যই তিনি ক্রিকেট থেকে বিরতি নিয়ে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হয়ে ফিরে আসতে চান সাদা বলের ক্রিকেটে।  



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top