বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

মেসির চুমু খাওয়া বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে পৌঁছালো

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৫

২০২২ বিশ্বকাপ ফাইনাল জিতেই শিরোপায় চুমু এঁকে দিয়েছিলেন মেসি/ফাইল ছবি

২০২২ বিশ্বকাপের ফাইনাল শেষে লিওনেল মেসি গোল্ডেন বল হাতে ওঠার পর যা ঘটেছিল, তা ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। ফাইনালের পুরস্কার বিতরণী চলাকালীন, মেসির চোখ তখন পড়েছিল তার ডানপাশে রাখা বিশ্বকাপ ট্রফিতে। মুহূর্তে তিনি ট্রফির দিকে এগিয়ে গিয়ে এক চুমু এঁকে দেন। সেই ছবি এখন ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে।

আজ সকালে সেই বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে পৌঁছেছে। সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার গিলবার্তো সিলভা ট্রফিটি হাতে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এটি ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর’-এর অংশ হিসেবে ঢাকায় এসেছে।

বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ সফর নতুন নয়। এর আগে ২০০২, ২০১৩ এবং ২০২২ সালে এই ট্রফি বাংলাদেশে আসছে। চলতি ট্যুরটি ৩ জানুয়ারি সৌদি আরবে শুরু হয় এবং এরপর আজ ঢাকায় পৌঁছেছে।

বিশ্বকাপ ট্রফি প্রায় ১৫০ দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হবে। এই সময় এটি ৩০ দেশের ৭৫টি ভেন্যুতে প্রদর্শিত হবে এবং যাত্রা শেষ হবে মেক্সিকোতে, যেখানে আগামী ১২ জুন শুরু হবে পরবর্তী বিশ্বকাপ।

উল্লেখ্য, আগামী ১৯ জুলাই ফাইনালের বিজয়ী দল হাতে যে ট্রফি তুলে নেবে, সেটিই আজ বাংলাদেশে আসা ‘আসল’ ট্রফি। নিখাদ সোনা দিয়ে তৈরি এই ট্রফির ওজন ৬.১৭৫ কেজি। তবে বিজয়ী দল এটি সংরক্ষণ করতে পারবে না; তাদের হাতে সোনার প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা ট্রফি তুলে দেওয়া হয়।

২০২২ বিশ্বকাপ ট্রফি ট্যুরের প্রদর্শনীতে বিপুল জনসমাগম হয়েছিল। তবে এবার এর ব্যাপ্তি সীমিত রাখা হয়েছে। কোকা-কোলার 'আন্ডার দ্য ক্যাপ' ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই ট্রফি দেখার সুযোগ পাবেন এবং ছবি তুলতে পারবেন। ট্রফি প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য টিকিটের বৈধ কপি ও কোকাকোলার বোতলের ক্যাপ সঙ্গে রাখা আবশ্যক।

আজ দুপুর ১টায় ট্রফি প্রদর্শনী শুরু হবে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে। প্রদর্শনী শেষ হলে ট্রফি দেশ ছাড়বে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top