৩৭৬ রানে অলআউট ভারত

শাকিল খান | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৩

ছবি: সংগৃহীত

চেন্নাই টেস্টের প্রথমদিনে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ উড়ন্ত শুরু পেলেও অশ্বিন-জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। তবে দ্বিতীয় দিনের শুরুটা হয়েছে তাসকিনের বোলিং জাদু দিয়ে। তার তিন উইকেটে ভর করে ৩৭৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। এ ছাড়াও বুমরাহকে ফিরিয়ে ফাইফার পূরণ করেছেন হাসান মাহমুদ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ১১৭ বলে ৮৬ রানে জাদেজা এবং ১১২ বলে ব্যক্তিগত ১০২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অশ্বিন। কিন্তু বেশিক্ষণ পিচে টিকতে পারেননি জাদেজা। দিনের তৃতীয় ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন এই ভারতীয় অলরাউন্ডার। ১২৪ বলে ৮৬ রান করেন তিনি।

এরপর অশ্বিনকে সঙ্গ দিতে থাকেন আকাশ দ্বীপ। তবে এই ডান হাতি ব্যাটারকে পিচে থিতু হতে দেননি তাসকিন আহমেদ। ১৭ রানে এই ব্যাটারকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। কিন্তু এক প্রান্ত আগলে রাখেন অশ্বিন। দ্বিতীয় দিনের ১১তম ওভারে তাসকিনের হাতে আবারও বল তুলে দেন অধিনায়ক শান্ত।

ওভারে পঞ্চম ওভারে অশ্বিনকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন এই টাইগার পেসার। ১৩৩ বলে ১১৩ রান করেন অশ্বিন। পরের ওভারে বুমরাহকে (৭) আউট করে নিজের ফাইফার পূরণ করেন হাসান মাহমুদ। এতে ৩৭৬ রানে অলআউট হয় ভারত।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top