সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলে পরপর দুইবার ভূমিকম্প
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫০
সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে মধ্যরাতে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্র ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় দফায় ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা।
এই ভূমিকম্পের কম্পন শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়েছে। পরপর দুইবার ভূমিকম্প সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
সোমবার সকাল ৬টায় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ভোরে একটি নয়, দুটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৪। তিনি আরও জানান, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে।
তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।