দু-একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ২০:৩০
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দু-একদিনের মধ্যেই দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন তারেক রহমান।
রোববার (৪ জানুয়ারি) সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপার্সনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি বর্তমানে শূন্য রয়েছে। সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমেই এই শূন্যতা পূরণ করা হবে। সে অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান পদে বসানো হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান দীর্ঘদিন ধরে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই আসবে বলে তিনি জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।