বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

রেকর্ড গড়ে থামলেন মেসি, মায়ামিকে উড়িয়ে দিল সিনসিনাটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১৬:৩৩

ছবি: সংগৃহীত

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে এমএলএস-এ রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। এমন ধারাবাহিকতা তার ক্যারিয়ারে ২০১২ সালের পর আর দেখা যায়নি। কিন্তু অবশেষে সেই পথচলা থামল সিনসিনাটির বিপক্ষে, যেখানে মেসির ইন্টার মায়ামি হেরে গেছে ৩-০ ব্যবধানে।

ম্যাচের ১৬ মিনিটেই গোল করে সিনসিনাটিকে এগিয়ে দেন মিডফিল্ডার জেরার্ডো ভ্যালেনজুয়েলা। দ্বিতীয়ার্ধে ৫০ ও ৭০ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্দার জোড়া গোল করে মায়ামির কফিনে শেষ পেরেক ঠুকে দেন। এ নিয়ে ইভান্দার টানা পাঁচ ম্যাচে গোল করলেন, লিগে তার মোট গোল ১৫টি! মেসির দিক থেকে ম্যাচটি ছিল হতাশার।

প্রথমার্ধের শেষ দিকে দুটি শট নেন তিনি—একটি ব্লক করেন লুকাস এঙ্গেল, আর অন্যটি ঠেকান গোলরক্ষক রোমান চেলেনতানো। ম্যাচে পুরো মায়ামি দল মাত্র ২টি শটই নিতে পেরেছে পোস্টে। এতটাই শক্তিশালী ছিল সিনসিনাটির রক্ষণ।

ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাচেরানো বলেন—আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তারা সব সময় আমাদের চাপে রেখেছিল। আমরা খুব সহজেই হেরে গেছি। তিনি আরও বলেন, দলের ক্লান্তি এবং শারীরিক দুর্বলতা আজ বড় প্রভাব ফেলেছে। এই হারে মায়ামির টানা পাঁচ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমে গেল।

তবে আশার কথা—মায়ামি এখনো পয়েন্ট তালিকায় ৫ নম্বরে, ৩৮ পয়েন্ট নিয়ে। তাদের চেয়ে এগিয়ে থাকা চারটি দলই তিন ম্যাচ বেশি খেলেছে। এই তিন ম্যাচ জিতলে মেসির দল শীর্ষেও উঠে আসতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top