মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:৩৪

সংগৃহীত

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স পর্বের ম্যাচে বাংলাদেশের যুবা দল হেরে গেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ, জবাবে ইংল্যান্ড ১৫৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার মাত্র ৩ বলে ৬ রান করে আউট হলে শুরু থেকেই চাপ তৈরি হয়। পরে রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী, রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহর উইকেট পতনের কারণে দল ৪ উইকেটে ৭২ রান, ৯০ রানে ৫ উইকেট এবং শেষ পর্যন্ত ১৩৬ রানেই অলআউট হয়।

বাংলাদেশের হয়ে সেবাস্তিয়ান মরগান ৩ উইকেট নেন। এছাড়া রালফি আলবার্ট ও মানি লামসদেন ২টি করে উইকেট শিকার করেন।

ইংল্যান্ডের ব্যাটিংয়ে শুরুতে জেমস মুরস সাজঘরে ফিরলেও, থমাস রিউ ও বেন মায়েস জুটি গড়ে দলের জয়ের পথ সুগম করে। রিউ ৫০ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন, আর কালাব ফালকানো ১০ বলে ৯ রান করে জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের হয়ে আল ফাহাদ ২ উইকেট নেন, ১টি উইকেট নেন সামিউন বশির রাতুল।

এই হারের ফলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সুপার সিক্স থেকে বিদায়, সেমিফাইনালের সুযোগ শেষ হয়ে গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top