মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামি লিগস কাপ ফাইনালে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৪:২৪

ফিরে এসেই আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি! লিগস কাপের সেমিফাইনালে বিদায়ের শঙ্কায় ছিল ইন্টার মিয়ামি। তবে চোট কাটিয়ে মাঠে নেমেই দলের ত্রাতা হলেন বিশ্বকাপজয়ী এই তারকা।
ফ্লোরিডার চেস স্টেডিয়ামে অরল্যান্ডো সিটির বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ে মিয়ামি। বিরতির পরও গোলের দেখা মিলছিল না। অবশেষে ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মেসি।
কিন্তু এখানেই শেষ নয়! ম্যাচের ৮৮ মিনিটে আলবার সঙ্গে দুর্দান্ত ওয়ান-টু পাসে গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন জাদুকর।
যোগ করা সময়ে তালেস্কো সেগোভিয়া আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়। পুরো ম্যাচ খেলেন মেসি, আর প্রমাণ করেন তিনিই ইন্টার মিয়ামির সবচেয়ে বড় ভরসা।
এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো লিগস কাপের ফাইনালে উঠল মিয়ামি। সেখানে প্রতিপক্ষ হবে এলএএফসি বা সিয়াটল সাউন্ডার্স। ২০২৩ সালে অভিষেকেই শিরোপা জেতা মেসি, আবারও কি পারবেন মিয়ামিকে ট্রফি উপহার দিতে?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।