বিসিবি নির্বাচন ঘিরে হুমকি, সমবেদনা না কৌশল?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৫

বিসিবি নির্বাচনের আগে চরম উত্তেজনা। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন—তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হয়েছে। এমনকি নিরাপত্তার জন্য চিঠি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
তবে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি—এটা বুলবুলের সমবেদনা আদায়ের কৌশলও হতে পারে।
বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবী বলেছেন—তামিম ইকবাল বিএনপি সমর্থিত প্রার্থী। কিন্তু আমিনুল হক তা মানছেন না। তার ভাষায়—তামিম একজন ক্রিকেটার হিসেবে স্বাধীনভাবেই নির্বাচন করতে পারেন।
তবে বুলবুলকে প্রেসিডেন্ট করার পেছনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কলকাঠি নাড়ছেন—এমন অভিযোগ তুলেছেন আমিনুল হক। এমনকি ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের তিনি ডেকে বোর্ড সাজানোর চেষ্টা করছেন বলেও দাবি তার। বিসিবি নির্বাচন ঘিরে তাই এখন আলোচনার কেন্দ্রে বুলবুল, তামিম আর রাজনৈতিক প্রভাবের হিসাব-নিকাশ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।