ব্রাজিলের সেলেসাও ছন্দ হারালো: বাছাইপর্বে ইতিহাসে সর্বনিম্ন ফল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩২

বিশ্বকাপে প্রথমবার ৪৮ দল অংশগ্রহণ করতে যাচ্ছে। নতুন ফরম্যাটে সরাসরি বিশ্বকাপে উঠলেও ব্রাজিলের বাছাইপর্বের পারফরম্যান্স তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ হিসেবে রেকর্ড হলো।
আজ ভোরে শেষ ম্যাচে ব্রাজিল ভিজিটিং বলিভিয়ার কাছে ১-০ গোলে হারেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় খেলতে গিয়ে কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধের যোগ সময়ের একটি ফাউলের কারণে ব্রুনো গুইমারেসের বিপরীতে পেনাল্টি পান বলিভিয়া, যা স্পটকিকে গোল করেন মিগুয়েল আনহেল টারসেরোস।
এর আগে চিলিকে ৩-০ গোলে হারানো ব্রাজিল দক্ষিণ আমেরিকা বাছাইয়ে দুই নম্বরে ছিল। কিন্তু আজকের হারের পর তারা পাঁচে নেমে গেছে। ১৮ ম্যাচে তাদের রেকর্ড ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে ২৮ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে কলম্বিয়া ও উরুগুয়ে তাদের ছেড়ে দিয়েছে। শীর্ষে আর্জেন্টিনা (৩৮) ও দুই নম্বরে ইকুয়েডর (২৯)।
২০২৬ বাছাইয়ে ব্রাজিলের সাফল্য মাত্র ৫১ শতাংশ, যা তাদের বাছাই ইতিহাসে সর্বনিম্ন। নতুন ফরম্যাটে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে উঠায় কোনো ঝুঁকি ছাড়াই মূলপর্ব নিশ্চিত করেছে। বাছাইপর্বে কোচ পরিবর্তন ও ছন্দহীন খেলাই তাদের মূল সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।