কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে চুক্তি বাতিল করল বিসিবি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৬:১১
দীর্ঘ ১৫ বছরের সম্পর্কের অবসান ঘটালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ থেকে আর দায়িত্বে থাকছেন না বোর্ডের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। লঙ্কান এই কিউরেটরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেছে বিসিবি, এবং নিয়ম অনুযায়ী তাকে দুই মাসের বেতন পরিশোধ করবে বোর্ড।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, “গামিনির সঙ্গে চুক্তিতে উল্লেখ ছিল— যদি শেষ বছরে এসে আমরা তাকে রাখতে না চাই, তাহলে দুই মাসের বেতন দিতে হবে। আমরা তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।”
গামিনি ডি সিলভা ২০১০ সালে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে যোগ দেন। চাকরির প্রায় পুরো সময়জুড়ে তিনি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট নিয়েই কাজ করেছেন। বিসিবির ইতিহাসে এক মাঠে দীর্ঘদিন দায়িত্ব পালন করা তিনিই প্রথম কিউরেটর।
তবে মিরপুরের উইকেট ধীর ও নিচু হওয়ায় এবং রান না হওয়ার কারণে তিনি দীর্ঘদিন ধরেই সমালোচিত ছিলেন। উইকেটে উন্নতি আনতে বিসিবি টমি হেমিংকে নিয়োগ দিয়েছিল, কিন্তু গামিনির সঙ্গে তার সম্পর্কে অবনতি ঘটে। সহযোগিতার অভাবে হেমিং শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দেন।
সেই হেমিংকেই এবার আবারও নতুনভাবে নিয়োগ দিয়েছে বিসিবি। জানা গেছে, দায়িত্ব শেষ করে গামিনি ডি সিলভা এখন ছেলে-সন্তানের কাছে স্পেনে ছুটি কাটাতে যাচ্ছেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।