টাকা দিয়েও মেসিকে দেখা হলো না! ক্ষোভে ভাঙচুর

মেসির এক ঝলক! বিশৃঙ্খলায় পণ্ড কলকাতার 'দ্য গোট ট্যুর'

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৪

সংগৃহীত

বহু প্রতীক্ষিত 'দ্য গোট ট্যুর ইন্ডিয়া' নিয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি কলকাতায় পা রেখেছিলেন। কিন্তু সল্ট লেক স্টেডিয়ামে তাঁকে এক ঝলক দেখার আকাঙ্ক্ষা জন্ম দিল চরম বিশৃঙ্খলা। আজ, নির্ধারিত সময়ের আগেই পণ্ড হয়ে গেল সমস্ত আয়োজন।

স্থানীয় সময় সাড়ে ১১টায় মেসি স্টেডিয়ামে প্রবেশ করেন। ল্যাপ অব অনার নেওয়ার কথা থাকলেও, আয়োজকদের ঘনিষ্ঠ ৭০-৮০ জন মানুষ তাঁকে কার্যত ঘিরে ধরেন। গ্যালারির দর্শকরা চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি—কেউ ৩৮০০, তো কেউ ১১৮০০ টাকা খরচ করেছেন। শুধু জায়ান্ট স্ক্রিনেই মেসিকে দেখা যাচ্ছিল, তাও ভিড়ের কারণে অস্পষ্ট। হতাশ দর্শকরা 'উই ওয়ান্ট মেসি' স্লোগান দিতে শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর সময়ও বিশৃঙ্খলা চলতে থাকে। বিরক্ত হয়ে মেসি দ্রুত মাঠ থেকে বেরিয়ে সরাসরি হোটেলে চলে যান। এর পরই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। শুরু হয় ভাঙচুর! গ্যালারি থেকে মাঠে ছোঁড়া হয় ভাঙা চেয়ার, বোতল। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন প্রায় হাজার দুয়েক দর্শক। পরিস্থিতি চলে যায় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে।

মেসিকে ঘিরে রাখা ভিড়ের কারণে তাঁর ল্যাপ অব অনার, মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খানের উপস্থিতি, এমনকি প্রদর্শনী ম্যাচটিও পণ্ড হয়ে যায়। মেসিকে সামনাসামনি দেখতে না পেয়ে কিছু দর্শক ক্ষোভের বশে স্টেডিয়ামের টব, কার্পেট ও সিট তুলে নিয়ে যান। মেসি এখন হায়দরাবাদের উদ্দেশে রওনা হচ্ছেন। মেসির আগমন ঘিরে যে আয়োজন ছিল, তার শেষ হলো চরম হতাশা আর বিশৃঙ্খলায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top