ফুটবল প্রেমিকদের উপচে পড়া ভীরে শেষ হলো শিরখাড়া টুর্নামেন্টের ফাইনাল খেলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৯

সংগৃহীত

দেশি-বিদেশি খেলোয়াড়দের এক নজর দেখতে কেউ উঠেছেন গাছের মগডালে, কেউ দাঁড়িয়েছেন স্কুলের ছাদে, আবার কেউ ঝুলে থেকেছেন বটগাছের ডালে। মাঠে জায়গা না পেয়ে এভাবেই খেলা উপভোগ করতে দেখা গেছে অসংখ্য ফুটবলপ্রেমীকে। শীতের বিকেলের সোনালি আলোয় মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লভদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ যেন পরিণত হয়েছিল আনন্দ আর উন্মাদনার মিলনমেলায়।

দুপুরের পর থেকেই মাঠের চারপাশ মুখরিত হতে শুরু করে ফুটবলপ্রেমীদের পদচারণায়। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে দলবেঁধে ছুটে আসেন দর্শনার্থীরা। সবার প্রত্যাশা ছিল— জমজমাট একটি ফুটবল ফাইনাল উপভোগ করা। বিকেল সাড়ে তিনটার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে অনেকেই আশপাশের বাড়ির ছাদ ও গাছের ডালে নিজেদের স্থান করে নেন।

স্থানীয় ও প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত ‘মেগা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলাকে কেন্দ্র করে এ বিপুল জনসমাগম ঘটে। লাল ও নীল জার্সি পরিহিত দুই দলের খেলোয়াড়রা মাঠে নামতেই দর্শকদের উত্তেজনা চরমে পৌঁছে যায়। খেলা শুরুর পর থেকেই গোল আদায়ের লক্ষ্যে দুই দলের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটি আক্রমণে দর্শকদের উচ্ছ্বাস আর করতালি মাঠজুড়ে প্রতিধ্বনিত হতে থাকে।

দীর্ঘদিন পর গ্রামীণ পর্যায়ে এমন দর্শকপূর্ণ মাঠে খেলতে পেরে খেলোয়াড়রাও ছিলেন উচ্ছ্বসিত। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ফাইনালে মুখোমুখি হয় শ্রীনদী ফুটবল রাইডারস ও রাধার বাড়ি একাদশ। নির্ধারিত সময় শেষে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে অসাধারণ দলীয় সমন্বয় ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে ৫-৪ গোলে জয় তুলে নেয় রাধার বাড়ি একাদশ।

খেলা উপভোগ করতে আসা দর্শনার্থীরা জানান, এমন জমজমাট ফুটবল ম্যাচ দেখে তারা সত্যিই অভিভূত। তাদের মতে, নিয়মিত এ ধরনের আয়োজন হলে যুবসমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানারআপ দলের হাতে একটি ফ্রিজ তুলে দেন মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী। এ সময় অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর প্রতিনিধি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top