রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

কেন উইলিয়ামসনের আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৩:৩৫

সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের জন্য অপ্রত্যাশিত খবর! নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার কেন উইলিয়ামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। ৩৫ বছর বয়সে ৯৩ ম্যাচের এই অধ্যায় শেষ করলেন তিনি।

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭৫ রান সংগ্রাহক হিসেবে তিনি ক্যারিয়ার শেষ করলেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল।

অবসরের কারণ ব্যাখ্যা করে উইলিয়ামসন বলেন, দীর্ঘদিন এই ফরম্যাটের অংশ হতে পেরে আমি গর্বিত। এখন নতুন প্রতিভাদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে। এটাই আমার এবং দলের জন্য সঠিক সময়।

তিনি আরও জানান, দলের নতুন অধিনায়ক মিচেল স্যান্টনারের ওপর তাঁর পূর্ণ আস্থা আছে। মূলত পারিবারিক সময় এবং ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততার কারণে আন্তর্জাতিক সূচি কমিয়ে আনলেন এই তারকা।

বোর্ডের প্রধান নির্বাহী স্কট উইনিক জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাঁর ৮৫ রানের ইনিংস নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত। এখন উইলিয়ামসনের মূল লক্ষ্য ডিসেম্বরে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন এই কিংবদন্তি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top