সড়ক দুর্ঘটনায় নিহত ভারতের সাবেক ক্রিকেটার রাজেশ বণিক
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৭:১০
ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক অধিনায়ক ও প্রথম শ্রেণির ক্রিকেটার রাজেশ বণিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
ভারতের ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে দুর্ঘটনায় গুরুতর আহত হন রাজেশ। পরে তাকে আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শনিবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে নেতৃত্বের দায়িত্বও পালন করেছিলেন
১৯৮৪ সালে জন্ম নেওয়া রাজেশ বণিক ২০০১-২০০২ মৌসুমে ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক করেন। তিনি রাজ্যের হয়ে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচ এবং ১৮টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এক সময় দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। খেলোয়াড়ি জীবনের পর রাজ্যের অনূর্ধ্ব–১৬ দলের নির্বাচক হিসেবেও কাজ করছিলেন এই সাবেক ক্রিকেটার।
ছোটবেলা থেকেই প্রতিভার ছাপ
রাজেশ বণিক ভারতের অনূর্ধ্ব–১৫ দলে জায়গা পান ২০০০ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব–১৫ টুর্নামেন্টে। সেই সময় তার সতীর্থ ছিলেন ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেটার ইরফান পাঠান ও আম্বাতি রাইডু। একই বছর ভারতের অনূর্ধ্ব–১৫ দলের ইংল্যান্ড সফরেও অংশ নেন তিনি।
এছাড়া বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সিকে নাইডু ট্রফি এবং কোচ বিহার ট্রফিসহ বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করেন রাজেশ।
ক্রিকেট মহলে শোকের ছায়া
তার মৃত্যুতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) সদর দপ্তরে শ্রদ্ধা জানানো হয়। সংস্থার সচিব সুব্রত দে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন,
“এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা একজন প্রতিভাবান ক্রিকেটার ও নিবেদিত নির্বাচককে হারালাম। আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার শান্তি কামনা করছি।”
ত্রিপুরা ক্রিকেট অঙ্গন, সতীর্থ খেলোয়াড় ও ভক্তদের মাঝে রাজেশ বণিকের অকাল মৃত্যুতে গভীর শোক ও আবেগের সঞ্চার হয়েছে। তার নিষ্ঠা ও অবদান ত্রিপুরা ক্রিকেটের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।