মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৫:১০

সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সিনিয়র পেসার জাহানারা আলম অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সম্পর্কে। মানসিক শান্তি ও বিশ্রামের জন্য বিদেশে অবস্থান করা জাহানারা দেশের গণমাধ্যমকে বলেন, দলের জুনিয়র ক্রিকেটারদের প্রতি জ্যোতির আচরণ উদ্বেগজনক।

জাহানারা অভিযোগ করেছেন যে, জ্যোতি জুনিয়র ক্রিকেটারদের শারীরিকভাবে প্রভাবিত করেন এবং নিয়মিত মারধর করেন। তিনি বলেন, “জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে বলেছে, ‘না বাবা, এটা আর করব না। তাহলে আবার থাপ্পড় খেতে হবে।’ দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে।”

এছাড়া জাহানারা অভিযোগ করেছেন, অধিনায়ক দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে সমান আচরণ করেন না। তিনি বলেন, “জ্যোতি ফিটনেস টেস্ট দেন না, ফিটনেস সেশনও করেন না। সহকারী কোচকে নিয়ে ব্যাটিং অনুশীলন করেন বেশি। একজন আরেকজনকে ‘ব্যাকিং’ দেয়।”

ক্ষমতার অপব্যবহার নিয়েও তার সমালোচনা রয়েছে। জাহানারা বলেন, “ক্ষমতা পেয়ে জ্যোতিও এর অপব্যবহার শুরু করেছে। সিনিয়রদের নাম ধরে ডাকতেন। সালমা আপুকে ‘সাল্লু’, আমাকে ‘এই জাহান’ বলে ডাকতেন। জ্যোতি ছোটোবেলা থেকেই উল্টাপাল্টা কাজ করত, মারামারি করে হাসপাতালে যাওয়ার রেকর্ডও আছে।”

জাহানারার এই অভিযোগ নিয়ে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা নিগার জ্যোতি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। দেশের নারী ক্রিকেটে নেতৃত্ব ও শৃঙ্খলার বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top