বাংলাদেশ ক্রিকেটের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত খেলা অনিশ্চিত, আজ বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৫:৫৩
ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কী না, তা এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বুধবার জানিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতেই খেলতে হবে। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৈঠকে কী আলোচনা হবে বা কেমন সিদ্ধান্ত আসতে পারে, তা এখনও জানা যায়নি। তবে বৈঠকের আগে বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরপুরে সাংবাদিকদের বলেছেন, “এ রকম কথা এখনো হয় নাই। শুধু প্রতিটি খেলোয়াড় যাঁরা বিশ্বকাপ দলে আছেন, তাদেরকে ব্যক্তিগতভাবে মিটিংয়ের জন্য টেক্সট করা হয়েছে। ওখানেই গেলে বোঝা যাবে রহস্যটা কী।”
এদিকে, বিপিএলে এবার চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন শেখ মেহেদী হাসান। দলের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি চট্টগ্রাম রয়্যালসকে ফাইনালে তুলেছেন। আগামীকাল তার দল চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে।
বিপিএলের ফাইনালের আগে সাংবাদিকদের তিনি বলেন, “খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। তবে এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। তারা আমাদের অভিভাবক। তারা যা বলবে, আমাদের খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত।”
এই বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হবে কি না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।