বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

নাজমুল ইসলামের পদত্যাগ না করায় বিপিএল মাঠে অচলাবস্থা, বন্ধ স্টেডিয়ামের গেট

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৬, ১৪:৪৫

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে। আজকের নির্ধারিত ম্যাচের আগে এম নাজমুল ইসলাম পদত্যাগ না করায় পূর্বঘোষিত আল্টিমেটামের অংশ হিসেবে বিপিএলে মাঠে বল গড়ায়নি।

এদিকে নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে স্টেডিয়ামের প্রধান গেট। গেটের বাইরে দেখা গেছে বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমীর ভিড়। ম্যাচ দেখতে আসা দর্শকরা দীর্ঘ সময় অপেক্ষা করলেও স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি।

গতকাল রাতে বিপিএলের ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলন করে কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) জানায়, দাবি মানা না হলে তারা সব ধরনের ক্রিকেট বয়কটের কর্মসূচিতে যাবে। সেই আল্টিমেটামেরই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে আজকের পরিস্থিতিতে।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে নির্ধারিত সময় পার হয়ে গেলেও আজকের ম্যাচের দুই দলের ক্রিকেটাররা এখনও নিজ নিজ টিম হোটেলেই অবস্থান করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিপিএলের প্রথম ম্যাচে অংশ নেওয়ার কথা থাকা কোনো দলই মাঠে প্রবেশ করেনি। পুরো পরিস্থিতি নিয়ে বিপিএল ও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে ক্রিকেটাঙ্গন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top