বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

হুতি বিদ্রোহীদের কাছে ৫ বাংলাদেশি বন্দি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১৮:২৩

ইন্টান্যাশানাল ডেস্ক:

প্রায় ৯ মাস ধরে পাঁচজন বাংলাদেশিসহ ২০ জন নাবিক ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে বন্দি রয়েছেন  রোববার (২৯ নভেম্বর) প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম।

এসব বন্দিদের মধ্যে ১৩ জন ভারতীয় নাগরিক ও দুইজন মিশরের নাগরিক রয়েছেন। ভারতের ১৩ নাগরিকের মধ্যে মহারাষ্ট্রের সাতজন, ভারতের কেরালার দুইজন, তামিলনাড়ুর দুইজন, পুডুচেরি ও উত্তর প্রদেশের একজন করে রয়েছেন।

এদিকে ইয়েমেনের একটি সূত্র নিশ্চিত করেছে সেখানে বাকি সাতজনের মধ্যে ৫ জন বাংলাদেশি ও ২জন মিশরীয় নাগরিক রয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারি মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি জাহাজ থেকে ২০ নাবিককে বন্দি করে হুতি বিদ্রোহীরা। এসব নাবিক পৃথক পৃথক তিনটি জাহাজে ওমান থেকে সৌদি আরবে যাচ্ছিলেন।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top