শেখ হাসিনার মৃত্যু নিয়ে গুজব, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ২২:১৩

ছবি: এআই

সামাজিক মাধ্যমে বাংলাদেশে সম্প্রতি ছড়িয়ে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুজব। একটি বিকৃত ছবিকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি ও আলোচনা। ওই ছবিতে দাবি করা হচ্ছিল—শেখ হাসিনা অসুস্থ অথবা মারা গেছেন। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, ছবিটি মোটেও শেখ হাসিনার নয়।

ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার জানায়, ছবিটি ভারতের ৮২ বছর বয়সী এক নারী—রাজ পাসরিচার। প্রযুক্তির অপব্যবহার ও উদ্দেশ্যপ্রণোদিত সম্পাদনার মাধ্যমে তার মুখে শেখ হাসিনার মুখ বসিয়ে ভুল তথ্য প্রচার করা হয়েছে।

ভাইরাল হওয়া ছবিটি শেখ হাসিনার নয় বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।

এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জানিয়েছে—ভাইরাল হওয়া ছবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। রাজনৈতিক উদ্দেশ্য অথবা অনলাইন রিচ বাড়ানোর কৌশল হিসেবে এই ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে একই ছবির আরেকটি সংস্করণে দাবি করা হয়—আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবর শুনে শেখ হাসিনা ভারতের নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধান বলছে, ছবিটি মূলত ৮ মার্চ ২০২৫ তারিখে ভারতের একটি ঘটনায় তুলেছিলেন ফার্স্টপোস্ট-এর একজন ফটোগ্রাফার।

প্রতিবেদন অনুযায়ী, রাজ পাসরিচা নামের ওই নারী দিল্লি বিমানবন্দরে হুইলচেয়ার না পেয়ে হাঁটতে বাধ্য হন। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে ভর্তি হন। এই ঘটনার সাথে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার (১২ মে ২০২৫) কোন সম্পর্কই নেই।

বিশেষজ্ঞদের মতে, এমন গুজব সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই কোনো ছবি বা তথ্য শেয়ার করার আগে তার উৎস যাচাই করার আহ্বান জানানো হয়েছে।

সরকারও সতর্ক করে দিয়েছে—উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার একটি শাস্তিযোগ্য অপরাধ। ভুয়া খবর ও ডিজিটাল গুজব ঠেকাতে সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছে প্রশাসন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top