• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


এক মাসের ব্যবধানে ওই রাজ্যে এটি দ্বিতীয় হামলার ঘটনা

মেক্সিকোতে বারে বন্দুক হামলা, ১২ জনের মৃত্যু, আহত ৩

রায়হান রাজীব | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ০২:৪৬

মেক্সিকোতে বন্দুক হামলা

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে ছয় জন নারী ও ছয় জন পুরুষ। এক মাসের ব্যবধানে ওই রাজ্যে এটি দ্বিতীয় হামলার ঘটনা। খবর রয়টার্সের

আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা হামলাকারীকে খুঁজছে। দেশটির কর্তৃপক্ষ ১১ জন নিহত হওয়ার কথা জানালেও কি কারণে এ হামলা তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি।

বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উৎপাদন কেন্দ্র গুয়ানাজুয়াতো। সম্প্রতি মাদক ব্যবসায়ী চক্রের দ্বন্দ্বের কারণে মাঝে মাঝেই সেখানে হামলার ঘটনা ঘটছে।

গত ২১ সেপ্টেম্বর ওই রাজ্যের আরেকটি শহর তারিমোরোতে বন্দুকধারীর হামলায় আরও ১০ জন নিহত হন। এই শহরটি ইরাপোয়াতো থেকে ৬০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ২০১৮ সালে ক্ষমতা গ্রহণের পর বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হিমশিম অবস্থা তার সরকারের।

সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যটির নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বী মাদক কারবারিদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই দেখা যাচ্ছে। কে বা কারা হামলা চালিয়েছে অথবা হামলার উদ্দেশ্য কী সে সম্পর্কে কিছু বলা হয়নি।

এরআগে, ২০০৬ সাল থেকে মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। তখন থেকে তিন লাখ চল্লিশ হাজার হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগে।

সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যটির নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বী মাদক কারবারিদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই দেখা যাচ্ছে। কে বা কারা  হামলা চালিয়েছে অথবা হামলার উদ্দেশ্য কী সে সম্পর্কে কিছু বলা হয়নি।

 

 

 

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top