শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

একচল্লিশে প্রথমবার মা হলেন প্যারিস হিলটন

রাজিউর রেহমান | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩, ০৬:১৭

প্যারিস হিলটন

বুধবার (২৫ জানুয়ারি) সকালে নিজের মা হওয়ার খবর জানিয়েছেন মার্কিন মডেল ও গায়িকা প্যারিস হিলটন। ইনস্টাগ্রামে এ অভিনেত্রী লেখেন, তুমি এর মধ্যেই ভালোবাসায় ডুবে আছ, যা ভাষায় প্রকাশ করা যায় না।  সঙ্গে দিয়েছেন সন্তানের আঙুল ধরে থাকা একটি ছবি।

তার পোস্টটিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন ভক্তরা। প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক তারকা। অভিনন্দন জানিয়ে গায়িকা ডেমি লোভাটো লিখেছেন, ‘অভিনন্দন বোন’।

আরও পড়ুন>>>রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ ফেব্রুয়ারি

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সারোগেসি পদ্ধতিতে মা হয়েছেন প্যারিস। মা হওয়ার আগে পিপলডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “মা হওয়া ছিল আমার সব সময়ের স্বপ্ন। আমি খুবই আনন্দিত যে আমি ও কার্টার একে অন্যকে খুঁজে পেয়েছি।”

এরআগে, ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো প্যারিস হিলটন জানান, তিনি সারোগেসি পদ্ধতিতে মা হতে চলেছেন। তিনি আরো জানিয়েছেন, তিনি ও কার্টার কোভিডের মধ্যেই এই প্রক্রিয়া শুরু করেছেন।

২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিজের ৪০তম জন্মদিনে কার্টার রিউমের সঙ্গে বাগদান সারেন প্যারিস হিলটন। এর আগে দীর্ঘদিন প্রেম করেছেন তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top