• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শুরু হবে তাণ্ডব

১৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'

রাজিউর রেহমান | প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১৯:৪৭

ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই গুজরাট উপকূলে আছড়ে পড়বে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। বিকাল কিংবা সন্ধ্যার মধ্যে পাকিস্তান এবং ভারতের উপকূলের উপর দিয়ে বয়ে যাবে ঝড়। ওই এলাকাগুলিতে 'তাণ্ডবলীলা চালাবে বিপর্যয়'।

ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলাতে একাধিক ব্যবস্থা নিয়েছে গুজরাট প্রশাসন। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এছাড়া সেনা, নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব পড়তে শুরু করেছে মুম্বই উপকূলে।

মানুষের সাগরপাড়ে যাওয়া আটকাতে করাচিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা । বন্ধ করে দেওয়া হয়েছে সৈকত ও এর আশপাশের সড়ক। বিভিন্ন স্কুল ও কলেজকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে ৭৫টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ৬২ হাজার লোককে আশ্রয় দেয়া হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার। এর ফলে সাগরে ঢেউয়ের উচ্চতা ৩৫ থেকে ৪০ ফুট পর্যন্ত বাড়ছে। বুধবার রাতে করাচি থেকে ঝড়ের দূরত্ব ছিল ৩১০ কিলোমিটার উত্তরপূর্বে। গুজরাট উপকূল থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে। 

ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি উপকূলে ১২৫ থেকে ১৩০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে, ভারতের আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় বিপর্যয়ের নামকরণ করেছে বাংলাদেশ। মূলত বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলোর নাম ঠিক করে এ অঞ্চলের ১৩টি দেশ। প্যানেল অন ট্রপিকাল সাইক্লোনের কাছে একের পর এক ঘূর্ণিঝড়ের নামের তালিকা জমা পড়ে। সেখান থেকেই বেছে নেওয়া হয় পরবর্তী ঝড়ের নাম।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top